1. admin@bangladeshbichitra.com : bangladeshbichitra.com : khelatvhd com
নতুন পরিচয়ে শ্রাবন্তী - Bangladeshbichitra.com
বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন

নতুন পরিচয়ে শ্রাবন্তী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৩৬ বার পঠিত

ভারতের পশ্চিমবঙ্গের আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আসছে পূজায় তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দেবী চৌধুরাণী’ মুক্তি পেতে যাচ্ছে।

এর মাঝেই বড় চমক দিলেন নায়িকা। এবার নতুন এক ভূমিকায় আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি।

 

প্রথমবারের জন্য তিনি একটি সিনেমা পরিবেশনা করছেন। সিনেমার নাম ‘দাঁতের লড়াই’। এটি প্রযোজনায় রয়েছে সেভেন হর্স প্রোডাকশন, পরিচালনা করেছেন বিপ্লব কোয়াল।

‘দাঁতের লড়াই’ একটি গ্রামীণ পটভূমিতে গড়ে ওঠা আবেগপ্রবণ কাহিনি। গল্পের মুখ্য চরিত্রে রয়েছে ‘খুকু’ নামের এক দরিদ্র মেয়ে। যার প্রিয় ক্যান্ডির নামই ‘দাঁতের লড়াই’ থেকেই এই সিনেমা নাম। এই সামান্য চকলেটকে ঘিরে ‘খুকু’র জীবনের বড় টানাপোড়েনের গল্প উঠে আসবে সিনেমাটিতে।

সিনেমার মূল চরিত্র অর্থাৎ ‘খুকু’-র ভূমিকায় রয়েছেন শিশু শিল্পী আকাঙ্ক্ষা সেনগুপ্ত। তার বাবা ‘দানু’র চরিত্রে অভিনয় করেছেন অভিলাষ চক্রবর্তী ও মা চরিত্রে রয়েছেন স্বস্তিকা দাস। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পার্থ ঘটক, চৈতালি জানা এবং বাবলু বন্দ্যোপাধ্যায়।

সিনেমাটি প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, ‘দাঁতের লড়াই এক হৃদয়স্পর্শী সিনেমা। পরিচালক বিপ্লব কোয়াল ও তার টিম যখন এই সিনেমাটি প্রেজেন্ট করার প্রস্তাব দেন। তখন আমি আগ্রহ নিয়ে সিনেমাটি দেখি। দেখার পর মনে হয়, এটা একটা সুন্দর ও মননশীল কাজ, যা মানুষের মন ছুঁয়ে যাবে। তাই আমি সিদ্ধান্ত নিই এর সঙ্গে যুক্ত হওয়ার। এই প্রথম পরিবেশক হিসেবে কাজ করছি, তাই এক নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। বাংলা সিনেমার প্রতি আমার ভালোবাসা থেকেই এই দায়িত্ব গ্রহণ করেছি। ’

‘দাঁতের লড়াই’র গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক বিপ্লব কোয়াল। ইতোমধ্যেই সিনেমার টিজার ও গান প্রকাশ্যে এসেছে। সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন সুবীর চট্টোপাধ্যায়। এর টাইটেল সং গেয়েছেন দেবপ্রিয় দাস। সিনেমাটি ১১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2025 bangladeshbichitra.com
Design & Development By Hostitbd.Com